Today is  
 
Untitled Document
শিরোনাম : ||   ‘ভোট–রাজনীতি’ চর্চায় শিল্পীরা      ||   প্রয়াত চিত্রশিল্পী ফরিদ চৌধুরী ছিলেন গুনি ও জাতীয় মাপের শিল্পী      ||   রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশের অপুরণীয় ক্ষতি হয়েছে-ছাবের হোসেন চৌধুরী      ||   রোহিঙ্গা প্রত্যাবসনের গতি কমে আসছে      ||   শিশু নির্যাতনকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী      ||   সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে-মো: শাহাব উদ্দিন      ||   জেলায় শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী      ||   শেখ রাসেলের ৫৬তম জন্মদিন আজ      ||   টেকনাফে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’রোহিঙ্গা নিহত      ||   বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা নয়!      ||   রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবেশের জন্য কাজ করছে সরকার- সাবের হোসেন চৌধুরী      ||   তামিম আহত      ||   কুছ কুছ হোতা হ্যায়: কিছু না জানা তথ্য      ||   বাবার কাছে লেখা টুম্পার শেষ চিঠি      ||   ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ঢাকায়     
প্রকাশ: 2019-09-18     ডেস্ক নিউজ নোয়াখালী

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন রোহিঙ্গার পাসপোর্ট তৈরির ঘটনায় জেলা পুলিশ বিশেষ শাখার (ডিএসবি) প্রত্যাহার করা দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর আগে, এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এএসআই আবুল কালাম আজাদ ও নুরুল হুদাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং শনিবার তাদের কাছ থেকে পাওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ওইদিন এ বিষয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট নেওয়ার বিষয়ে ডিএসবির এই দুই এএসআইয়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা ও গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কিছু সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, যেগুলোর বিষয়ে তাদের কাছে পুনরায় ব্যাখ্যা চেয়ে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগের বিষয়ে তাদের জবাব পাওয়ার পরই তা বিশ্লেষণপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করেছে বলে পুলিশকে তথ্য দেয়।নোয়াখালী
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি: দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

অবশেষে কোরবানির জন্য আনা সেই মহিষটি ধরা হল

কোরবানির জন্য আনা মহিষকে গুলি করেও ধরা যায়নি!

'সাগরে ভাসার বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিলাম'

পাসপোর্ট করতে এসে দালালসহ রোহিঙ্গা আটক

 

উপদেষ্টা সম্পাদক: আবু তাহের
সম্পাদক: বিশ্বজিত সেন
প্রকাশক: আবদুল আজিজ

 

কক্সবাজার প্রেসক্লাব ভবন (২য় তলা),
শহীদ সরণি (সার্কিট হাউস রোড), কক্সবাজার।
ফোন:
০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩।


ইমেইল :

news.coxsbazarvoice@gmail.com
  Copyright © Coxsbazarvoice 2019-2020, Developde by JM IT SOLUTION