কক্সবাজার শহরের প্রধান সড়কের পুন:সংস্কার কাজ নিয়ে ধোঁয়াশা কাটছে না। ঠিক কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তাও জানে না কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। তবে আগামী ডিসেম্বর মাসের শুরুতে সংস্কার কাজ শুরু হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ। তিনি আরও জানিয়েছেন উক্ত সড়কের সংস্কার কাজটি শেষ করতে ৩বছরও সময় লেগে যেতে পারে। এজন্য সংস্কার প্রকল্পের ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রোববার (৬অক্টোবর) বিকাল কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ এসব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ধীরে ধীরে অবস্থান শক্ত করছে। লোকবলের অভাব রয়েছে প্রকট। তবে অল্প সময়ের মধ্যেই কউক কক্সবাজারে প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত প্রকল্পের মধ্যে শহরের সৌন্দর্য্য বর্ধনের জন্য চারটি ভাস্কর্য নির্মাণ, কক্সবাজার শহর ও মেরিনড্রাইভ সড়কে লাইটিং এবং চলমান গোলদিঘি, লালদিঘি ও বাজারঘাটা পুকুরের ৩৬ কোটি টাকায় পর্যটনের উপযোগী করে অবকামামো উন্নয়ন।
লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার শহরের রক্ষাবেক্ষণ পুরোপুরি হচ্ছে না। অনেক কিছু শুধুই কাগজে-কলমে বন্দি রয়েছে। যার যার কাছ তাকে করতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে আপনারা না করলে আমরা সেই কাজে হাত দেবো। সরকারকে বলে আমরা কাজ নিবো। এখনো বর্জ্যে ভরে থাকে শহর। বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে কউক। ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে।’ মতবিনিয়ময় সভায় জেলার কর্মরত অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার শহরের প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের হলেও সম্প্রতি উক্ত সড়কটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রাণালয়। বর্তমানে সড়কটি কউক কর্তৃপক্ষ দেখভাল করছেন।