ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পর্যটন নগরী কক্সবাজারের রামু হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। প্রাকৃতিক প্রত্মতাত্ত্বিক নিদর্শন ও রাজা-বাদশাদের আবাসস্থল হওয়ায় এ উপজেলার গুরুত্ব ও পরিচিতি দেশজুড়ে এমনটাই বললেন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মো. জাকির হোসেন। তিনি শনিবার বিকালে কক্সবাজারের রামু’র কাউয়ারখোপ ঐতিহাসিক কাঁনা রাজার সুড়ঙ্গসহ ৪টি উপজেলার প্রত্মতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরুক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, কাঁনা রাজার সুড়ঙ্গ যথাযথ সংরক্ষণের মাধ্যমে এর ইতিহাস তুলে ধরতে পারলে জ্ঞান পিপাসুদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণও বাড়বে।
প্রত্মতাত্ত্বিক অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্ব এতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা পরিষদ সদস্য শাশুল আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্মতাত্ত্বিক অধিদপ্তরের অধিনে মাসব্যাপী রামু, উখিয়া, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলায় চলবে এ কার্যক্রম।